ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে শিমুলকান্দি ইউনিয়ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আয়োজনে প্রতিবারের ন্যায় ৯টি ওয়ার্ডের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শনিবার (১৪জানুয়ারি) বিকালে শিমুলকান্দি হাইস্কুল মাঠে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২শত ৫০জন শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি রাহিম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসিবুল ফাহিমের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সম্পাদক ও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রধান উপদেষ্টা রাফিউল আলম(মঈন)।
বক্তারা বলেন শিমুলকান্দি ইউনিয়ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নেতাকর্মীরা করোনা মহামারী থেকে শুরু করে প্রতিনিয়ত অসহায় দরিদ্র মানুষের পাশে থেকেছে, এ সংগঠনটি একদিন ভৈরবের মাঝে অন্যতম সংগঠক হিসেবে পরিচিতি লাভ পাবে এ সফলতা কামনা করি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমুলকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়া রিপন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ আজিজ, বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ খোকন,অত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রধান উপদেষ্টা তুফায়েল সরকার, দেলোয়ার হোসেন, আলাউদ্দিন আলম, ডাঃ আব্দল আউয়াল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।