ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দায় ১০ টাকার ছেঁড়া নোট না নেওয়ায় দোকানি ও তার ছেলেকে ছুরিকাঘাত করা হয়েছে।
এ ঘটনায় ছেলে মোঃ ইকবাল নিহত হয়েছেন ও তার বাবা মোঃ সাদেক মুন্সিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ২৩ এপ্রিল মঙ্গলবার রাত প্রায় ৮টার দিকে উপজেলার বানিহালা ইউনিয়নের মাঝিহালি বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ইকবাল ও তার বাবা সাদেক মুন্সি বানিহালা ইউনিয়নের দিঘারকান্দা গ্রামের বাসিন্দা। তিনি মাঝিহালি বাজারের ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সাদেক মুন্সি তার ছেলে ইকবালকে নিয়ে সন্ধ্যার পর দোকানে ছিলেন। রাত ৮টার দিকে দোকানে সিগারেট কিনতে যান একই গ্রামের ফারুক মিয়া। সিগারেট কিনে তিনি একটি ১০ টাকার ছেঁড়া নোট দেন। ইকবাল নোটটি বদলে দিতে বললে ফারুক মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন। শুরু হয় দু’জনের মধ্যে বাগবিতণ্ডা পরে ফারুক তার ছোট ভাই পারভেজ মিয়াকে ডেকে আনেন। কথাকাটাকাটির একপর্যায়ে পারভেজ ছুরি দিয়ে ইকবালকে এলোপাথাড়ি আঘাত করে। এ সময় ইকবালের বাবা সাদেক মুন্সিকেও ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়ার পথেই ইকবাল মারা যান। গুরুতর আহত সাদেক মুন্সিকে ময়মনসিংহ থেকে রাত ১০টায় ঢাকায় পাঠানো হয়েছে।
এবিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওয়াজেদ আলী বলেন, রাত ৮টার দিকে দোকানে সিগারেট কিনতে গিয়ে ছেঁড়া টাকা দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে বাবা-ছেলেকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত বাবা-ছেলেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইকবাল মারা যায়। সাদেক মুন্সিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে ফারুক মিয়া ও পারভেজ মিয়াকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।