ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আ’লীগ সরকারের পতনের পর এই প্রথম নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গণসমাবেশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ তারাকান্দা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার তারাকান্দা দুপুরে দক্ষিণ বাজারের একটি অটো রাইস মিলে এই গণসমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম তারাকান্দা উপজেলা শাখা।
তারাকান্দা আয়োজিত গণ সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ও তারাকান্দা উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা বলেন-হামলা মামলার ভয় দেখিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের অগ্রযাত্রাকে দমিয়ে রাখা যাবেনা।হেফাজতে ইসলামের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, হেফাজতের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস। হেফাজতের নেকাকর্মীরা রক্ত দিতে জানে। হেফাজতে ইসলাম কোন জালিম সরকারের কাছে কখনও মাথা নত করেনি আর করবে ও না কোনদিন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্র-জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা হাসিনা সরকারের পতন ঘটিয়েছি। একটি মহল এই দেশের বিরুদ্ধে এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মাধ্যমে আবারও দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে যা কখনও বাস্তবায়ন করতে দেওয়া হবেনা। কোন নৈরাজ্যকে বাংলার জমিনে প্রশ্রয় দেওয়া হবেনা। আমরা সকলে মিলে সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে নিরাপত্তা বিধান করবো। রাত জেগে পাহারা দিচ্ছি এবং দেবো। যেখানে নৈরাজ্য সৃষ্টিকারীরা মাথা তুলে দাড়াবার চেষ্ঠা করবে সেখানেই তাদের প্রতিহত করবো।
তারাকান্দা উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওঃ ডাঃ নূরুল আলমের সভাপতিত্বে হেফাজতে ইসলামের গণসমাবেশে বক্তব্য রাখেন- হেফাজতে ইসলাম বাংলাদেশ তারাকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ খায়রুল ইসলাম, সহ-সভাপতি-মাওঃ মতিউর রহমান,সাংগঠনিক সম্পাদক মাওঃ আজিজুল হক আজাদী,, ময়মনসিংহ জেলা শাখার সদস্য মাওঃ শেখ ফিরোজ আহমেদ, হাফেজ মাওঃ আতিকুর রহমান, মাওঃ এনামুল হক ফকির প্রমুখ।
আলোচনা শেষে সকলে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন গণ মিছিলের মাধ্যমে।