এস এম হোসেন আলী, ময়মনসিংহ প্রতিনিধি:
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি”- প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষমেলা- ২০২৩ উদ্বোধন উপলক্ষ্যে বর্নাঢ্য র্যা লি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
৩ আগষ্ট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষমেলা- ২০২৩ উদ্বোধন উপলক্ষ্যে বর্নাঢ্য র্যা লি ও পরবর্তীতে তারেক স্মৃতি অডিটরিয়াম টাউন হল প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মোঃ ইকরামুল হক টিটু,।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম, ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, পরিবেশন অধিদপ্তরের পরিচালক দিলরুবা আহমেদ।