মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন

ময়মনসিংহে ৭৮ বছর বয়সে বিয়ে করলেন বীরমুক্তিযোদ্ধা নুরুল হক ফকির

Reporter Name / ১৬৫ Time View
Update : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

এস এম হোসেন আলী, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের আচারগাঁও ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকির ৭৮ বছর বয়সে বিয়ে করেছেন। অবিবাহিত এই বীরমুক্তিযোদ্ধা কখনও বিয়ে করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে পরিবারের চাপে অবশেষে জীবনসঙ্গী হিসেবে ৪০ বছরের মিনা আক্তারকে জীবন সঙ্গী হিসেবে তিনি বেঁচে নিয়েছেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে ৩ আগষ্ট ২০২৩ ইং তারিখ বৃহস্পতিবার দেড় লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সরকারের দেওয়া বীর নিবাসে কনেকে নিয়ে গেছেন নুরুল হক ফকির।

জানাগেছে- জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ভাসা গ্রামের বাসিন্দা কনে মিনা আক্তার। নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গোলাপ মিয়ার সঙ্গে তার বিয়ে হয়েছিল। তার প্রথম স্বামীর দুই ছেলে ও দুই মেয়ে রেখে ৪ বছর আগে মারা যান। এরপর থেকে সেখানেই বসবাস করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৭ ভাইয়ের মধ্যে তিনি ৪ নাম্বার। দীর্ঘদিন ধরে তার ভাইয়েরা তাকে বিয়ে করার জন্য বলে আসছিলেন। তবে তিনি বিয়ে করবেন না বলে অনড় ছিলেন। ৭৮ বছর বয়সে এসে তিনি বিয়েতে সম্মতি দেন। মীনা আক্তারের সন্তানদের সম্মতিক্রমে বীরমুক্তিযোদ্ধা নুরুল হক ফকির তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে বীরমুক্তিযোদ্ধা নুরুল হক ফকির বলেন, অনেকদিন ধরে পরিবারের লোকজন ও সহযোদ্ধারা বিয়ের জন্য বলে আসছিলেন। তাই শেষ বয়সে জীবন সঙ্গী হিসেবে একজনকে বেঁচে নিলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category