ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ-নেত্রকোনা হাইওয়ে সড়কের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ এলাকার গজহরপুর নামক স্থানে নেত্রকোনা গামী শামীম এন্টার প্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো-১৪-৫০৫৭) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাড়ির ভিতরের টয়লেটে ঢুকে পড়ে। এ সময় খোকন মিয়া (১৭) নামের একজন সদ্য (এস এস সি পাস) ছাত্র টয়লেট করছিল পরে বাড়ির লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর প্রায় ১ টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ সময় আরো দুইজন গুরুতর আহত হয়।
২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন সানুরা গ্রামের আমজাদ মিয়ার ছেলে রাসেল মিয়া ও রবি মিয়ার ছেলে রাসেল মিয়া নামে ব্যক্তি।
নিহত খোকন মিয়া গজহলরপুর গ্রামের প্রবাসী আবু সাঈদ মিয়ার ছেলে।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকালে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বাড়ির ভিতর টয়লেটে ঢুকে পড়লে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত খোকন মিয়া লাশ ময়নাতদন্তের পর রাত সাড়ে আটটার সময় তার নিজ বাড়িতে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়। তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।