মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত থেকে ৪০ পিচ সোনার বারসহ শওকত আলী (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে ৫৮ বিজিবি।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার যাদবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত আতিকুর রহমান যাদবপুর ইউনিয়নের মাটিলা গ্রামের মনছুর আলীর ছেলে।
৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহিন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সীমান্ত দিয়ে একটি সোনার চালান ভারতে পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল অভিযান চালায়।
এসময় জলুলী – যাদবপুর গ্রামের মধ্যবর্তী রাস্তা থেকে সন্দেহ হওয়ায় শওকত আলীকে আটক করে। তার দেহ তল্লাশী করে ৪ কেজি ৬’শ ৫৫ গ্রাম ওজনের ৪০টি সোনার বার উদ্ধার করা হয়।
এরিপোর্ট লেখা পর্যন্ত বিজিবির পক্ষ থেকে আটকৃত ব্যাক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিলো এবং উদ্ধারকৃত সোনা ঝিনাইদহ ট্রেজারিতে জমা দানের প্রক্রিয়া চলছিলো।