মো. ইমরান হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
তিনি বছরের শিশু ধর্ষণের দায়ে মো. শাহ আলম (২৬) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে কিশোগঞ্জ সদর থেকে গ্রেফতার করেছে র্যা ব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিলে শহরে গাইটাল থেকে তাকে গ্রেফতার করা হয়। মো: শাহ আলম কিশোরগঞ্জ পৌরসভার গাইটাল নয়াপাড়া এলাকার মৃত ফালু মিয়ার ছেলে।
র্যা ব জানায়, সাজাপ্রাপ্ত পলাতক কয়েদি মোঃ শাহ আলম ০৩ (তিন) বছরের শিশুকে ধর্ষন করে হত্যা করে। উক্ত বিষয়টি এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে এই ঘটনায় ভিকটিম এর পিতা বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার সদর থানায় ১টি ধর্ষণ মামলা দায়ের করে। যা কিশোরগঞ্জ সদর থানার মামলা নং-১৯(৫)২০১৪, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(২)। উক্ত মামলা প্রেক্ষিতে মো. শাহ আলমকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে বিচারের জন্য হাজির করা হলে বিজ্ঞ আদালত তাহাকে মৃত্যুদন্ড প্রদান করেন।
পরবর্তীতে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়। কোটা বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত কয়েদি মোঃ শাহ আলম জেল থেকে পলায়ন করে। উক্ত বিষয়ে ধৃত মৃত্যুাদন্ড সাজাপ্রাপ্ত কয়েদিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কিশোরগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।