আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. তোফাজ্জল হোসেন মহিন মজুমদার (২৬) নামে এক ব্যাংক কর্মচারি নিহত হয়েছে।
নিহত ওই ব্যাংক কর্মচারি লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের নোয়াপাড়া মজুমদার বাড়ির বাসিন্দা মো. মুজিবুর রহমান মজুমদারের ছেলে। তিনি এক্সিম ব্যাংক প্রধান কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে চাকুরী করতেন।
মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে আজ রবিবার (৬ আগষ্ট) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর এলাকায়।
পারিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার সকালে ওই ব্যাংক কর্মচারি মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। সকাল অনুমান পৌনে ৭ টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে তিনি ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
পারিবারিক সূত্রে আরো জানা যায়, প্রায় ৬/৭ বছর ধরে মহিন এক্সিম ব্যাংকে অফিস সহায়ক হিসেবে চাকুরি করেন। আগে ওই ব্যাংকের মতিঝিল শাখায় ছিলেন তিনি। বর্তমানে প্রধান কার্যালয়ে কর্মরত। তিনি গত বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হলে মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে বাড়ি আসেন। ছুটি শেষে আজ রবিবার পুনরায় মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে ঢাকায় যাচ্ছিলেন। নিহত ওই ব্যাংক কর্মচারির ৪ বছর বয়সী একটি কণ্যা সন্তান রয়েছে।
এই ব্যাপারে লালমাই হাইওয়ে ক্রসিংয়ের উপপরিদর্শক (এসআই) মো. শিফন মিয়া দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।