এস এম হোসেন আলী, ময়মনসিংহ :
ময়মনসিংহের তারাকান্দায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
১৩ ডিসেম্বর মঙ্গলবার বেলা প্রায় ১১ টার দিকে সড়ক দূর্ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২ জন। অন্যদিকে দুপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মারা যান আরও ১ জন।এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৩ জন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ -হালুয়াঘাট মহা সড়কের গোপালপুর খামার বাজার সংলগ্ন এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী ফুলপুর উপজেলার ইমাদপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র হাফিজুর রহমান (২৬) এবং চক-নগুয়া গ্রামের মোঃ আঃ গনি মন্ডলের পুত্র ইমরান হোসেন সোহাগ (৩০) নামের ২ জন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান হাফিজুর ও ইমরান হোসেন।
এদিকে, দুপুর ১ টায় একই সড়কের কাকনী বাজার সংলগ্ন স্থানে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোমিন মন্ডল (৪৫) নামের একজন ঘটনাস্থলেই মারা যান।
নিহত মোমিন মন্ডল তারাকান্দার কাকনী ইউনিয়নের বাঁশতলা গ্রামের তমির উদ্দিন মন্ডলের পুত্র বলে জানাগেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, গোপালপুর খামার বাজার সংলগ্ন এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করে থানা হেফাজতে আনা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।