প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ক্লাস চলাকালীন সময়ে বজ্রপাতে শিক্ষকসহ ১০জন মাদরাসার শিক্ষার্থী গুরত্বর আহত হয়েছে।
সোমবার (২৪জুলাই) দুপুর পৌনে ১টায় উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপাশা ইসলামিয়া দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।
আহতরা বর্তমানে রাজারহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত শিক্ষার্থীরা হলো-৬ষ্ঠ শ্রেণির সুমাইয়া, ৯ম শ্রেণির আব্দুর রাজ্জাক, নাজমিন নাহার, রোকসানা, আফরোজা, আলী রাজ, ফারজানা, সানজিদা, ১০শ্রেণির নির্রমা ও তহমিনা।
মাদরাসার সুপার মানিক মিয়া বলেন, ক্লাস চলাকালীন সময়ে হটাৎ বজ্রপাতে মাদরাসার ষষ্ঠ নবম ও ১০শ্রেণির ৯জন শিক্ষার্থী গুরত্বর আহত হয়। এ সময় শাহানাজ পারভীন নামের একজন সহকারি শিক্ষকও আহত হয়। তাদেরকে দ্রুত উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করেছি।
এছাড়া বজ্রপাতে মাদসার উপরের টিনগুলো ঝলসে গেছে। শিক্ষক- শিক্ষার্থীরা আতংকে রয়েছে।
রাজারহাট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বজ্রপাতে আহত ৯ জন মাদরাসার শিক্ষার্থী হাসপাতালে আসলে আমরা দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করি। আহতদের মধ্যে ৭জন মেয়ে আর দুইজন ছেলে রয়েছে। এই ৯ জনের মধ্যে দুজনের অবস্থা মোটামুটি ভালো। বাকিদের আমরা অবজারভেশনে রাখছি।
রাজারহাট থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বলেন, দুপুরের দিকে হটাৎ বজ্রপাতে মাদরাসার ৯ জন শিক্ষার্থী আহত হয়েছে। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম বলেন, বিষয়টি জানতে পেরেছি। তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা নেয়া হবে।