রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার বিকালে স্থানীয় ব্রাক্ষনবধুয়া শাইনিং স্টার ডিজিটাল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
অলিপুরা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক এস. এম. ওবায়দুল হক (বাবুল) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূঞা।
অলিপুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান হেলিম এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুনর রশিদ, বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান, পৌরসভা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক আশিক আফজাল, পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু প্রমূখ।