নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের আলীনগর বাজারে অবস্থিত “প্রভাতী মডেল স্কুল” এর অফিস কক্ষের তালা খুলে দিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জুহুর মিয়া। মঙ্গলবার সকালে স্থানীয়দের উপস্থিতিতে এ তালা খুলে দেন তিনি।
এর দুদিন আগে জমি নিয়ে বিরোধের জেরে বিদ্যালয়ের মূল গেইট ও অফিস কক্ষে প্রতিপক্ষ ফুল মিয়া তালা ঝুলিয়ে দেন বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান রাজন। যদিও ঘটনাস্থলেই এ অভিযোগ অস্বীকার করেন ফুল মিয়া।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অভিযোগ, ২৯ ডিসেম্বর রবিবার তুচ্ছ ঘটনায় বিদ্যালয়ে প্রধান গেইট ও অফিস কক্ষ তালা মেরে রাখেন ফুল মিয়া। ফলে বিদ্যালয়ের কার্যক্রম ব্যহত হয়। বিষয়টি নিয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। পরে বাশগাড়ীর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিয়ার রহমান আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌছে এবং স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় লোকজন নিয়ে বিষয়টি সমাধানের লক্ষে আলোচনা করে বিদ্যালয়ের সুবিদার্থে তালা খুলে দেওয়া হয়।
এ ব্যাপারে ফুল মিয়া বলেন, আমার মায়ের সূত্রে আমি বিদ্যালয়ের জমি পাওনা। এ নিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিরা দরবারে বিচার-বিশ্লেষন করে আমার জমি দিয়ে দিতে একটি লিখিত চুক্তি করেন। এখন আমার জমি ফিরিয়ে পেতে আমি কর্তৃপক্ষের নিকট জোড় আবেদন করছি। বিদ্যালয়ে আমরা তালা মারেনি।
এ ব্যাপারে পাড়াতলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জুহুর মিয়া বলেন, স্থানীয়দের নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষ ও প্রধান গেইট খুলে দেয়া হলো। পরবর্তীতে ইউএনও মহোদয়ের অনুমোতি নিয়ে জমির বিষয়ে সমাধান করা হবে।