অজয় সাহা, নিজস্ব সংবাদদাতা:
নরসিংদী রায়পুরায় কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশনা মোতাবেক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রায়পুরা পৌরসভা শাখার উদ্যোগে জাতীয় পর্যায়ে গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩ ঘটিকার সময় বর্মন পাড়া শ্যামা মন্দিরে এ প্রতিযোগিতার এই আয়োজন করা হয়। এখানে দুই পর্যায়ে তৃতীয় থেকে সপ্তম এবং সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
গীতা প্রতিযোগিতার সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রায়পুরা পৌরসভা শাখার সভাপতি বিজয় পাল।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌরসভা শাখার সাধারণ সম্পাদক রাজিব গোপ।
এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সবুজ নন্দী,রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সমীর রায়, পৌরসভা শাখার সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন মনা, সহ-সভাপতি বিমল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক অজয় সাহা, দপ্তর সম্পাদক অন্তু ভৌমিক, কোষাধক্ষ্য বিশ্বজিৎ বর্মন, শ্যামা মন্দিরের সভাপতি ঠাকুরদাস বর্মন প্রমূখ।