রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

রায়পুরায় দুই সন্তানের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মায়ের সংবাদ সম্মেলন

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদী রায়পুরায় দুই ছেলের বিরদ্ধে একের পরে এক হয়রানীমূলক ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানিয়েছেন রিনা আক্তার নামে ভোক্তভোগী মা।

১০ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার বোয়ালমারা নিজ বাড়ীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিনা আক্তার অভিযোগ করে বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমার দুই ছেলেকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে স্থানীয় কাজল মেম্বার। বড় ছেলে বায়জিদ এবং ছোট ছেলে আলমগীর হোসেন। বড় ছেলে লেখা পড়ার সুবাদে গত ২৫ বছর ধরে ঢাকাতে থাকেন এবং ছোট ছেলে সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত থাকায় মাঝে মধ্যে এলাকায় আসেন। তাদের বিরুদ্ধে একের পরে এক মামলা দিয়ে হয়রানী করছে ইউপি সদস্য কাজল মেম্বার। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন তিনি।

এই সময় তিনি আরো বলেন, আমার ছেলে বায়েজিতকে কাজল মেম্বার চিনে কিনা জানি না। কাজল মেম্বারের সাথে আমার পরিবারের কোন বিরোধ নেই। তবুও আমার বাড়ীতে তার লোকজন নিয়ে হামলা, ভাঙ্গচুরসহ দুই ছেলেদের বিরদ্ধে মিথ্যা ও হয়রানী মূলক মামলা দিয়ে যাচ্ছে। এমনকি আমার ছেলেদের প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মামলাগুলো প্রত্যাহারের দাবী জানান ভোক্তভোগী মা।

এদিকে অভিযুক্ত ইউপি সদস্য কাজল মেম্বার সকল অভিযোগঅস্বীকার বলেন তারfই আমার উপর বার বার হামলার ঘটনা ঘটিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category