তাছলিমা আক্তার, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের আলীনগর বাজারে প্রতিপক্ষের বিরুদ্ধে জোড় পূর্বক জমি দখলের চেষ্ঠার অভিযোগ করেছেন জমির মালিক দাবীদার ফরিদ হোসেন ও তার লোকজন।
মঙ্গলবার সকালে স্থানীয় সংবাদকর্মীদের ডেকে নিয়ে ফরিদ হোসেন এসব অভিযোগ করেন।
এদিকে অভিযুক্ত পক্ষ মাহবুবুর রহমানও জমির মালিকানা বলে দাবী করছেন।
ভোগদখলকারী পক্ষ মো: ফরিদ হোসেন জানান, তিনি ১৯৯৮ সালে জমিটি ক্রয় করে ভোগ দখল করে আসছেন। ৫ আগষ্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই প্রতিপক্ষ ডাক্তার মাহবুবুর রহমান বিভিন্ন ভাবে তার জমি দখলের চেষ্ঠা করে আসছে। সোমবার রাতে প্রতিপক্ষের লোকজন তার ভাড়াটিয়া মিষ্টি ও ফলের দোকান মালিককে জোড়র্পবক বের করে দিয়ে দোকানে তালা মেরেছে বলে জানান তিনি।
ফরিদ হোসেনের মালিকানাধীন দোকান মালিক কফিল উদ্দিন বলেন, আমি ১২/১৩ বছর ধরে ফরিদ ভাইকে দোকান ভাড়া পরিশোধ করে আসছি। হঠাৎ করে গতকাল তার প্রতিপক্ষের লোকজন আমাকে ঘর থেকে বের দেয়।
এদিকে অপরপক্ষ ডাক্তার মাহবুব জানান, তার মায়ের সুত্রে এই জমির মালিকানা দাবীদার তিনি। ভাড়াটিয়া বের করে দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানে না বলেন জানান।
এ ব্যাপারে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আদিল মাহমুদ বলেন, আলীনগরের জমিটির বিষয়ে আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন। পুলিশ সরেজমিনে গিয়ে নিষেধাজ্ঞা জারি করে উভয় পক্ষকে স্থিতিশীল থাকার জন্য বলে দিয়েছে।