স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত পরিবারকে সমবেদনা জানানো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার ২১ সেপ্টেম্বর সকালে রায়পুরা উপজেলার হাইরমারা ইউনিয়নের বীরকান্দি উত্তরপাড়া বালুর মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।
হাইরমারা ইউনিয়ন বিএনপির সভাপতি সোলেমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
হাইরমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আমজাদ হোসেন আলতাফ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বাচ্চু, পৌরসভা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সোহেল, সাধারন সম্পাদক সুমন নেওয়াজ, উপজেলা মহিলা দলে সভাপতি আরফিনা আসাদ, মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: ফরিদ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান রনিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে একই দিনে বিকালে উপজেলার নিলক্ষা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত আরেকটি দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
এসময় দলীয় নেতাকর্মীদেরকে সকল হিংসা বিদ্বেষ ভুলে জনসেবায় কাজ করার আহবান জানান কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন।