রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরায় বিজয়োৎসব উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পদক প্রদান, পুরস্কার বিতরণী ও বিজয় কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার হাসনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে হাসনাবাদ পাবলিক লাইব্রেরির আয়োজনে ও কাজী ফাউন্ডেশনের উদ্যোগে ত্রিশজন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।
ইউপি চেয়ারম্যান একেএম ফজলুল করিম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।
অনুষ্ঠানে বক্তারা বর্তমান অওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান এবং টানা ৬বারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুকে ৭ম বারের মতো এমপি বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আহবান জানান।
হাসনাবাদ পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক খায়রুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী ছাত্তার, যুগ্ম সাধারন সম্পাদক রাজিব আহমেদ পার্থ, চেয়ারম্যান ফোরামের সভাপতি আলআমিন ভূইয়া মাসুদ, যুবলীগের সহ-সভাপতি এমদাদুল হক খান মিঠু, হাসনাবাদ পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি সুমন সালাউদ্দিন, কাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী কামরুল ইসলাম, হাসনাবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ অথিতিবৃন্দ।