রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ বিভিন্ন দাবিতে নরসিংদীর রায়পুরায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবার।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠে বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা প্রধানগণ।
এসময় বক্তব্য রাখেন পিরিজকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজহারুল ইসলাম সরকার, সদাগর কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুক্তার হোসেন, পলাশতলী আদর্শ দাখিল মাদরাসার সুপার আলী হোসেন, চরসুবুদ্ধি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকির হোসেন প্রমূখ।
মানববন্ধন শেষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর লেখা স্মারকলিপিটি রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন এর হাতে তুলে দেন শিক্ষক নেতারা।
স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হলো- বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ এবং শিক্ষা সংস্কার কমিটি গঠন।
মানববন্ধনে উপস্থিত প্রধান শিক্ষকরা বলেন- মাধ্যমিক স্তরের ৯৭ ভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। একই শিক্ষাগত যোগ্যতা, একই পাঠ্যবই ও একই বোর্ডের অধীনে পরীক্ষা হলেও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে আর্থিক ও সামাজিক মর্যাদার বিশাল বৈষম্য রয়ে গেছে। যা শিক্ষার গুণগত মান উন্নয়নে অন্তরায়। তাই শিক্ষার সকল অংশীজনের প্রাণের দাবি- মাধ্যমিক শিক্ষা অবিলম্বে জাতীয়করণ করা হোক।
স্মারকলিপিতে আরও বলা হয়- শিক্ষা বিভাগের দুটি গুরুত্বপূর্ণ অংশ হলো একাডেমিক ও প্রশাসনিক। শিক্ষকরা একাডেমিক কাজে অর্থাৎ শিক্ষণ শিখন প্রক্রিয়ায় দক্ষ। অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা দীর্ঘ ৩১ বছরের অভিজ্ঞতায় প্রশাসনিক কাজে দক্ষ ও অভিজ্ঞ। কিন্তু সরকার যখন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষককে জেলা শিক্ষা অফিসার বা উপ-পরিচালক পদে পদায়ন করেন তখন তাঁদের প্রশাসনিক বিধি-বিধান সম্পর্কে পূর্ব জ্ঞান না থাকায় অধস্তন কর্মীদের পরামর্শের উপর নির্ভরশীল হয়ে পড়েন। ফলে প্রশাসনিক দৃঢ় সিদ্ধান্ত গ্রহণে সমস্যা দেখা দেয়। তাই উপজেলা, জেলা, অঞ্চল এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখায় ৬ষ্ঠ গ্রেডভুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের পদোন্নতি ও পদায়ন দাবি করা হয়।
এছাড়াও সেসিপ জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করা এবং পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্তাকে যুগোপযোগী করতে শিক্ষা কমিশন গঠনের জোর দাবি জানানো হয় স্মারকলিপিতে।