মো. মোস্তফা খান, নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়ন বিএনপি।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার মরজাল ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মরজাল ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ প্রধানের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন প্রমূখ।
এসময় বক্তরা নতুর সরকারে কাছে শেখ হাসিনা বিচারের দাবি জানান। সেই সাথে বিএনপির সকল নেতাকর্মীরা কাঁধে কাঁধ রেখে মিলে মিশে কাজ করার আহবান জানান।