স্টাফ রিপোর্টার, নরসিংদী:
নরসিংদীর রায়পুরায় ২০ কেজি গাজাসহ মা ও মেয়েকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ।
আকটকৃতরা হলো: বি-বাড়িয়া জেলার আখাউড়া থানারদেবগ্রাম উত্তরপাড়ার আসমা আক্তার (২৩) ও রিনা আক্তার (৪৫)। তারা দুজন সম্পর্কে মা ও মেয়ে।
পুলিশ জানায়, অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার এবং সঙ্গীয় এস আই আমজাদ শেখ, এ এস আই দেলোয়ার হোসেন, নারী কন্সটেবল তাসলিমা আক্তারের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনায় করে রায়পুরা থানাধীন রায়পুরা বাসস্ট্যান্ডে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতেন পৌরসভাস্থ নরসিংদী প্রাইমারি টিচার ট্রেনিং স্কুলের সামনে ইটের সলিং রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ি অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে। এসময় আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সঙ্গিয় ফোর্স অফিসার এর সহায়তায় উপস্থিত সাক্ষিদের উপস্থিতিতে দুলাল মিয়ার মেয়ে ও সজল মিয়ার স্ত্রী আসমা আক্তার (২৩) ও দুলাল মিয়ার স্ত্রী রিনা আক্তার (৪৫) এর দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় পরিহিত জ্যাকেটের মধ্যে খাকি রং কস্টেপ দ্বারা মোড়ানো আসামি আসমা আক্তার এর হেফাজত হইতে ১০ কেজি মাদকদ্রব্য গাঁজা এবং আসামি রিনা বেগম এর হেফাজত হইতে ১০ কেজি গাঁজা সর্বমোট গাজা ২০ কেজি মূল্য চার লক্ষ সহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউড়া থানার দেবগ্রাম উত্তরপাড়ার বাসিন্দা।
এ রিপোর্ট লিখা পর্যন্ত আইনগত বিষয় পক্রিয়াধীন ছিল।