স্টাফ রিপোর্টার, নরসিংদী:
শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের তিন সহস্রাধিক স্বনাতনধর্মালম্বীর মাঝে শাড়ী-লুঙ্গি বিতরণ কার্যক্রম শুরু করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার।
শুক্রবার সকালে শাড়ী-লুঙ্গি বিতরণ কার্যক্রমের দ্বিতীয় দিন উপজেলার মির্জাপুরের মজুবন্দ সার্বজনীন দূর্গামন্দিরে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রায় ৫শ বস্ত্র বিতরণ করেন তিনি। পর্যায়ক্রমে তিন সহস্রাধিক শাড়ী-লুঙ্গি বিতরণ করবেন বলে জানানো হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্রী শ্রীনিবাস চক্রবর্তীর সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার। বস্ত্র বিতরণকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মরজাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সানজিদা সুলতানা নাছিমা, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস, নরসিংদী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রোমান, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক হুমায়ুন কবির, মির্জাপুর ইউপি সদস্য কাশেম মিয়া প্রমূখ।