রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার স্বনামধন্য ও প্রতিষ্ঠিত সাংবাদিক সংগঠন ‘রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব’ এর অন্তর্ভুক্ত সকল সাংবাদিকদের পরিচয় পত্র প্রদান করা হয়েছে।
১ লা আগষ্ট ক্লাবের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এসব আইডি কার্ড বিতরণ করা হয়। একই সময়ে জেলা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম রিপনকে ক্লাবের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়।
ঘাতকের নির্মম হত্যাযজ্ঞের শিকার হয়ে নিহত হওয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির।
ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা ও উপদেষ্টা বশির আহমেদ মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ সাফায়াত হোসেন পলাশ, জেলা রিপোর্টার্স ক্লাব সভাপতি শফিকুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কবির ও কার্যকরী সদস্য মাহাবুবুল আলম লিটন, এসআই রকিবুল ইসলাম।
আইডি কার্ড বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা টিএইচ আজাদ কালাম, ফজলুল হক চৌধুরী খোকা, তৌফিকুল হক, সহ সভাপতি পাভেল মাহমুদ, কোষাধ্যক্ষ এম আজিজুল ইসলাম, দপ্তর সম্পাদক পারভেজ মোশারফ, সাহিত্য সম্পাদক দিদার মিয়া, কার্যকরী সদস্য ফয়সাল আহমেদ, তাসলিমা আক্তার সহ আরো অনেকে। উপস্থিত অতিথিবৃন্দ সকলের মাঝে কার্ড বিতরণ করে অনুষ্ঠান সমাপ্ত করেন।