রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরা প্রতিবন্ধী স্কুল এন্ড সোশ্যাল এইড এর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দেশীয় মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদস্থ স্কুল প্রাঙ্গণে উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজগর হোসেন।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম শরীফ মিয়ার সঞ্চালনায় ও সহকারি প্রধান শিক্ষক আহমেদুল কবির ভূইয়া এরশাদ মাষ্টারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম রেনু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরসুবুদ্ধী ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক রোকনুজ্জামান সরকার, হাজী সামসুদ্দিন কলেজের অধ্যক্ষ শাহরিয়ার আহমেদ চৌধুরী, ইসলামী ফাউন্ডেশন গণশিক্ষা কেন্দ্রের উপজেলা কর্মকর্তা মিজানুর রহমান, এডভোকেট শাদেকুর রহমান সরকার খোকন, দক্ষিণ মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, হাসনাবাদ পাবলিক লাইব্রেরির সিনিয়র সহ সভাপতি সৈয়দ বিল্লাল ও শিক্ষানুরাগী শারমিন খান প্রমূখ। এসময় বিভিন্ন প্রকার দেশীয় ফলমূল বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয়
ঢাকা কার্যালয়: ৩২ গোলাপ বাগ, যাত্রাবাড়ী, ঢাকা ১২০৩।
নরসিংদী কার্যালয়: খান সুপার মার্কেট, রায়পুরা পৌরসভা, নরসিংদী।
মোবাইল: 01920080106 ই-মেইল: alokitokhobor@gmaik.com