খালিদ হাসান রিংকু, কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের গড়গড়ি গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২২ই জুলাই ) সকালে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পুলিশের একটি চৌকস দল মরদেহের কফিনে গার্ড অব অনার প্রদান করেন। পরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেককে কফিনে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন- দৌলতপুর থানার এস আই মোঃ তাহাজ্জুদ , উপজেলা দায়িত্ব প্রাপ্ত মুক্তিযোদ্ধার মোঃ হায়দার আলী , বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী সহ অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার রাত ১২ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।