রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় এশিয়ান টেলিভিশন এর ১০ তম প্রতিষ্ঠাবিার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান রিপন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্তিত্ব করেন এশিয়ান টিভির প্রতিনিধি মেহেদী হাসান রিপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহমিনা মানিক, সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান, উপজেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন, ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, রায়পুরা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জায়েদুল ইসলাম তুহিন প্রমূখ।
এসময় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান এবং এশিয়ান টেলিভিশনের উত্তোরোত্তর সফলতা কামনা করেন।