রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষে উপজেলা এ্যাডভোকেসী সভার আয়োজন করে নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
বুধবার (০৪জানুয়ারী) সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খান নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা প্রমূখ।
এসময় উপজেলার বিভিন্ন কেন্দ্রে দায়িত্বরত স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন।