রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরার তুলাতলী (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদেরকে বৃত্তিপ্রদান করেছে খন্দকার জহিরুল হক হান্নান স্মৃতি গণপাঠাগার।
শতদল স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানটি বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
শতদল স্পোর্টিং ক্লাবের সভাপতি খন্দকার শাহ নেওয়াজ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন।
ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. শামীম মোল্লার সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, শতদল স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা সদস্য ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি একেএম মহিউদ্দিন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, প্রধান শিক্ষক মো. নাজমুল হাকিম, স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা সদস্য ও বিদ্যালয়ের সাবেক সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু, পুরাদিয়া ডিগ্রি কলেজের প্রভাষক মো. সাজেদুল ইসলাম ভূঞা, আদর্শ বিদ্যাপীঠের প্রিন্সিপাল শীতল চন্দ্র দাস, রায়পুরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সালেক আহমেদ পলাশ, ক্রীড়া সম্পাদক মো. জহির উদ্দিন নাসিম, সদস্য বিনা আক্তার ও প্রণয় ভৌমিক, সাংবাদিক তাসলিমা আক্তার, শতদল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. এনামূল হক মুন্সি, সহ-দপ্তর সম্পাদক বাবু, ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কর্মকর্তা মো. আজগর হোসেন বলেন- শতদল স্পোর্টিং ক্লাব খেলাধুলার পাশাপাশি সামাজিক বিভিন্ন কার্যক্রমে আমি মুগ্ধ। ক্লাব কর্তৃক পরিচালিত খন্দকার জহিরুল হক হান্নান গণপাঠাগারের কার্যক্রম, সোহেল স্মৃতি অক্সিজেন ও সেচ্ছায় রক্তদান পরিচালনাসহ ক্লাবের সকল ভালো কার্যক্রমে পাশে থাকার আশ্বাস প্রদান করেন তিনি।
এসময় অন্য বক্তারাও খন্দকার জহিরুল হক হান্নান স্মৃতি গণপাঠাগারের শিক্ষাবৃত্তি প্রদানকে স্বাদুবাদ জানান। এমন সামাজিক কার্যক্রম অব্যহত রাখার প্রতি আহবান জানিয়ে এবং পাশে থাকার আশ্বাস দেন।