ফাহিম আহমেদ খান, নিজস্ব প্রতিবেদক:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদীর রায়পুরায় চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নরসিংদী জেলা আওয়ামীলগের উপদেষ্টামন্ডলীর সদস্য আলী আহমেদ দুলু ।
সোমবার (২৯শে এপ্রিল) মনোনয়নপত্র জমা দেয়ার পর পৌর এলাকার তুলাতুলী বাজার সংলগ্ন স্থানে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
আলী আহমেদ দুলু অলিপুরা ইউনিয়ন পরিষদেরেএকাধিকবারের সাবেক চেয়ারম্যান।
প্রার্থিতা ঘোষণার সময় দুলু বলেন, আমি ২৫ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জনগণের পাশে ছিলাম। এবারও উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে উপজেলাবাসীর সেবা করে যাবো। তৃনমূলের নেতাকর্মীরা আমার সাথে আছে। আমি তাদেরকে সাথে নিয়ে জনগনের সেবা করতে চাই।
এসময় তিনি সাংবাদিকদের মাধ্যমে স্থানীয় প্রশাসনের কাছে প্রভাবমুক্ত ও সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা গ্রহনের দাবী জানান।