রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় জনপ্রতিনিধিদের নিরাপদ খাদ্য বিষয়ে অবহিতকরণ শীর্ষক কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নরসিংদী জেলা।
উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ কর্মসূচীতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নরসিংদী জেলা নিরাপদ খাদ্য অফিসার ফারজিয়া হক।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহমিনা মানিক, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: আব্দুল্লাহ আল নোমান, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খানসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, বেকারী মালিক, হোটেল মালিকগণ।
এর পূর্বে উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন এর সভাপতিত্বে রায়পুরা উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।