হারুনুর রশিদ, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুরে সনাতন ধর্মালম্বীদের শিক্ষা প্রতিষ্ঠান “পুবেরচর শ্রী শ্রী গীতা শিক্ষা প্রতিষ্ঠান” এর ৭ম বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশসহ শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকল ১০ টায় মির্জাপুরের পুবেরচর রাধাগোবিন্দ মন্দিরে শুরু হয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানটি হয়।
জানা যায়, ‘পুবেরচর শ্রী শ্রী গীতা শিক্ষা প্রতিষ্ঠান’ নামে সনাতনধর্মীয় জ্ঞান ভিত্তিক স্থানীয়রা একটি শিক্ষা প্রতিষ্ঠান গত সাত বছর আগে প্রতিষ্ঠা করেন। স্থানীয়দের সহায়তায় দুই জন শিক্ষক মণ্ডলী ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে নিয়মিত পাঠদান করে আসছে।
এ সময় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি মানিক চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মন্টু চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন চন্দন পাল, গুরুদাস সরকার, অপূর্ব সূত্রধর, বাবু খোকন চন্দ্র শীল, রাখাল চন্দ্র শীল, সবুজ চন্দ্র বিশ্বাস, ললিতা রানী বিশ্বাস।
আরও ছিলেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক সজল প্রামাণিক, রাসবিহারী বিশ্বাস, কেশব চন্দ্র বিশ্বাস, সজল বিশ্বাস।
প্রধান পৃষ্ঠপোষকতায় সুখরঞন দাস, উদ্বোধক দিলীপ চন্দ্র বিশ্বাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষ্ণ চন্দ্র সরকার।
পরে অতিথিবৃন্দ নিত্য, কবিতা আবৃত্তি, চিত্রাঙকন, গীতাপাঠসহ ৪২ টি প্রতিযোগিতায় অংশ গ্রহন কারি ১২৬ জন বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুষ্কারে শিক্ষা উপকরণ তুলে দেন।