স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার ৫ শতাধিক দু:স্থ্য অসহায় নারী-পুরুষকে শাড়ী ও লুঙ্গী প্রদান করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার বিকালে উপজেলার বড়চর এলাকায় এসব ঈদ উপহার বিতরণ করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াছমিন।
এসময় ফরিদা ইয়াছমিন এমপি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যই সামান্য উপহার নিয়ে আপনাদের কাছে আসা। বিগত দিনেও বিভিন্ন সময় উপহার সামগ্রী নিয়ে আপনাদের পাশে দাড়ানোর চেষ্ঠা করেছি। কখনো মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নিয়ে আবার কখনো আমার ব্যক্তিগত অর্থায়নে আপনাদের পাশে ছিলাম। আগামী দিনেও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিবিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, স্থানীয় ইউপি সদস্য ও বিশিষ্ট ব্যাবসায়ী হারিছুল হক, শিশু মাস্টার প্রমূখ।