হৃদয় খান, স্টাফ রিপোর্টার:
রিলিজ হয়েছে এস রুহুল ও শ্রাবনী শায়নন্তনীর ডুয়েট গান ও রুপসী কন্যা। এ গানের গীতিকার আবুল হোসেন। সুর ও মিউজিক করেছেন জিএম রহমান রনি।
সব দরজায় তালা গান খ্যাত এস রুহুল বলেন, রুপসী কন্যা গানটি রোমান্টিক ঘরানার গান আশা করি গানটি দর্শক মহলে ভালো সাড়া ফেলবে। এস টি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে। এস রুহুলের সুরে দেশের অনেক জনপ্রিয় শিল্পীরা গান গেয়েছে এর মধ্যে ফজলুল রহমান বাবু, কদ্দুস বয়াতি, শুকুমার বাউল, সালমা, বিন্দু কনা, কাজী শুভ, গামছা পলাশ, রাজিব শাহ্, মুনিয়া মুন, আশিক, পূর্ণ মিলন, তসিবা বেগম, প্রফুল্ল রন্জন দাস, মৌসুমী চৌধুরী, শালমান, মানিক শাহ্, বায়েজিত শাহ্ বাঁধন মোদক, বাউল ফারুক সহ দেশের অনেক জনপ্রিয় কন্ঠ শিল্পীর।