কোহিনুর প্রীতি, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে কুমিল্লার লাকসামে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বাদ জোহর লাকসামের পশ্চিমগাঁও শাহসূফি পীরে কামেল হযরত গাজী সাহেদ (র.) এর মাজার জিয়ারতের মাধ্যমে দরগা প্রাঙ্গণ থেকে ওই জশনে জুলুছ মিছিলটি বের হয়ে লাকসামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দৌলতগঞ্জ ধান বাজার সড়কে মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট কুমিল্লা জেলার সভাপতি মীর মো. আবু বকরের নেতৃত্বে ও আহলে সুন্নাত ওয়াল জামাআ’তের উদ্যোগে জুশনে জুলুছে লাকসামের বিভিন্ন এলাকা থেকে সশ্রাধিক মুসলিম জনতা অংশগ্রহণ করেন।
এসময় বারাকাত বাগ দরবার শরীফের মাও. আবুদুল করিম, জেহাদিয়া দরবার শরীফের মাও. নুরুল ইসলাম জিহাদি, মাও. রবিউল ইসলাম হেলালীসহ অসংখ্য ওলামায়ে মাশায়েক উপস্থিত ছিলেন।