আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা উচ্চ বিদ্যালয়ে বন্যার্তদের জন্য খোলা আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
২৩ আগষ্ট (শুক্রবার) বিকেলে ঢাকা থেকে সড়ক পথে নোয়াখালী যাওয়ার সময় তিনি ওই আশ্রয়কেন্দ্রটি পরিদর্শন করেন। এসময় তিনি আশ্রয়কেন্দ্রে থাকা বানভাসীদের খোঁজ খবর নেন এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
ওই সময় কুমিল্লা জেলা প্রশাসক মু. মুশফিকুর রহমান, লাকসাম সুরক্ষা হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান ভুট্টুসহ সেনাবাহিনী ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিছু সময় লাকসামের ওই আশ্রয়কেন্দ্রটি ঘুরে দেখে তিনি নোয়াখালীর পথে পূনরায় যাত্রা করেন।