কুমিল্লার লাকসাম পৌরসভা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা ১ নম্বর ওয়ার্ড যুবলীগের আয়োজনে ৯ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে স্থানীয় নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড যুবলীগের সভাপতি মাহবুব মোর্শেদ ফারুকের সভাপতিত্বে এবং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, উপজেলা যুবলীগের সদস্য ও কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওমর ফারুক, সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন মজুমদার, মনির হোসেন, গিয়াস উদ্দিন টিটু, মাসুদ পারভেজ রনি, কাজী রাশেদুল ইসলাম রাসেদ, সাজেদুল ইসলাম স্বজল, নিমাই সাহা, সাবেক কাউন্সিলর গোলাম কিবরিয়া সুমন, আবু ইউসুফ, মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শিহাব খাঁন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ১ নম্বর ওয়ার্ড যুবলীগের নবগঠিত ৬১ সদস্য কমিটির সভাপতি মাহবুব মোর্শেদ ফারুক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমানসহ সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দ।
ঢাকা কার্যালয়: ৩২ গোলাপ বাগ, যাত্রাবাড়ী, ঢাকা ১২০৩।
নরসিংদী কার্যালয়: খান সুপার মার্কেট, রায়পুরা পৌরসভা, নরসিংদী।
মোবাইল: 01920080106 ই-মেইল: alokitokhobor@gmaik.com