রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা থানা পুলিশের আয়োজনে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা পূজা উৎযাপন কমিটির সদস্যদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক শুক্রবার বিকালে থানা চত্তরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রায়পুরা থানার পরিদর্শক তদন্ত মীর মাহবুবুর রহমানের সঞ্চালনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন জেলা সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান-আল-আলম।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এড. চন্দন কান্তি সাহা, সাধারন সম্পাদক তাপস বিশ্বাস, পৌরসভা পূজা উদযাপন কমিটির সভাপতি বিজয় পাল, সাধারণ সস্পাদক রাজিব গোপ, নরসিংদী জেলা কমিটির সদস্য বাবু সবুজ নন্দি, উপজেলা কমিটির সহ সভাপতি সংকর দত্ত,উপজেলা কমিটির সদস্য বিশ্বনাথ শাহা, মির্জাপুর ইউপি সদস্য দুলাল সিংহ, উপজেলা কমিটির সাবেক সভাপতি শংকর চন্দ্র দত্ত প্রমূখ।