আবু সাইদ, শ্রীপুর:
গাজীপুরের শ্রীপুরে টানা ৬ দিন থানার কার্যক্রম বন্ধ থাকার পর আবার কাজ শুরু করেছে শ্রীপুর থানা পুলিশ।
সোমবার দুপুরে থানা প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে কাজ শুরুর ঘোষনা দেন পুলিশ কর্মকর্তাগণ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলার কালিয়কৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মো: শাহজাহান ফকির, সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম মাষ্টার, জেলা বিএনপির সদস্য মো: আ: মোতালেব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ মো: ফজলুল হক।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো: নূরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সভাপতি মাওলানা মো: আলমগীর হোসাইন সহ বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের ৪২ জন সদস্য প্রাণ হারিয়েছে। আমরা তাদের আত্মার শান্তি কামনা করি। গত ছয়দিন আমরা কর্ম বিরতিতে ছিলাম। আজ থেকে আমারা কাজ শুরু করেছি। সকলের কাছে দাবী আপনারা পুলিশকে সহযোগীতা করবেন। আমরা আপনাদের আস্থার জায়গা থেকে কাজ করে যাবো। শ্রীপুর থানা হবে দালাল ও চাঁদাবাজ মুক্ত। মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ নিষ্ঠার সাথে কাজ করবে। আপনারা আমাদের পাশে থাকুন। যে লক্ষ্য নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছে । আমরা সে লক্ষ্য বাস্তাবায়নে ঐক্যবদ্ধ ভাবো কাজ করবো।