আবু সাইদ, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর বাজার ব্যবসায়ী নিরাপত্তা ও পরিচালানা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টম্বর সকাল ৮ ঘটিকা থেকে বিরতহীন ভাবে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মো: আরিফ সরকার চেয়ার মার্কা প্রতীক নিয়ে ২৫১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো: নাসির উদ্দিন মৃধা আম মার্কা প্রতীক নিয়ে ২১০ ভোট পান। সাধারণ সম্পাদক পদে মো: আনোর হোসেন মই মার্কা প্রতীক নিয়ে ২৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো: নজরুল ইসলাম মাছ মার্ক প্রতীক নিয়ে ২৫৫ ভোট পান। সিনিয়র সহ-সভাপতি পদে নবীন সরকার, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মো: হাদিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মো: জাহাঙ্গীর এবং কোষাধ্যক্ষ পদে মো: ফখরুল ইসলাম নির্বাচিত হন।
নির্বাচনে ৮৭৫ জন ভোটারের মধ্যে ৮০৪ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। নব নির্বাচিত সভাপতি আরিফ সরকার জানান, তিনি শ্রীপুর বাজারের সকল ব্যবসায়ীদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চিত সহ শ্রীপুর বাজার সিসি ক্যামেরা দিয়ে ব্যবসায়ীদের মালামাল রক্ষনাবেক্ষন করার চেষ্টা করবেন।