বিশেষ প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁর রাণীনগর উপজেলার ৪নং পাড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের নামে একটি সড়কের নামকরণের দাবিতে এলাকাবাসীর পক্ষে ভান্ডারগ্রাম নজরুল স্মৃতি সংসদ এর উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার ভাণ্ডারগ্রাম বাজার মোড়ে এই কর্মসূচি পালন হয়।
ভান্ডারগ্রাম নজরুল স্মৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় ভান্ডারগ্রাম হাট (বগারবাড়ি বাজার) হতে বোহার বেলতা হয়ে বরবরিয়া ব্রিজ নশরতপুর ইউনিয়ন পরিষদ (আংশ) পর্যন্ত ৪ দশমিক ৮ কিলোমিটার সড়ক মরহুম নজরুল ইসলাম চেয়ারম্যানের নামে নামকরণের দাবি জানান এলাকাবাসী। নজরুল ইসলাম ভান্ডারগ্রাম গ্রামের বাসিন্দা। তিনি ১৯৮৩ সালে পাড়ইল ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হন।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন, ভান্ডারগ্রাম নজরুল স্মৃতি সংসদের আহবায়ক এনামুল হক রানা আকন্দ, সদস্য সচিব এনামুল হক মণ্ডল, মরহুম নজরুল ইসলামের ছেলে আব্দুল বারী মিলন, স্থানীয় বাসিন্দা মোতাহার হোসেন, মোজাফফর হোসেন, ইছাহাক সরদার, সারোয়ারুল ইসলাম প্রমুখ।