মোঃ শান্ত খান, ঢাকা জেলা প্রতিনিধি:
সাভারে তিতাস গ্যাসের সরবরাহ লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
২ সেপ্টেম্বর, শনিবার গভীর রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বাগবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সাভার ট্যানারি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এবং সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
হেমায়েতপুর ট্যানারি ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের অফিসার ইনচার্জ ফরহাদুজ্জামান জানান, তিতাস গ্যাসের সরবরাহ লাইনে থাকা লিকেজ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পাঁচ টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এসময় পাশে থাকা ভ্রাম্যমান চা বিক্রেতার দোকান সহ কয়েকটি দোকান ক্ষয় ক্ষতি হয়েছে বলেও জানান তারা।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সাভারের হেমায়েতপুর বাগবাড়ি এলাকায় গ্যাস লাইনের লিকেজ বিদ্যুৎ স্পর্শে আসলে নির্গত আগুনের ফুলকি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশনের পাইপলাইন লিকেজ হয়ে বেশ কিছুদিন যাবত গ্যাস বের হচ্ছিলো। পরে গভীর রাতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভায়।