বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১০:০২ অপরাহ্ন

সার্ক জার্নালিস্ট ফোরাম ইন্ডিয়া চ্যাপ্টারের নির্বাহী কমিটি ঘোষণা

Reporter Name / ৪২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

ইন্টারন্যাশনাল ডেস্ক:

দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন সার্ক জার্নালিস্ট ফোরাম “ইন্ডিয়া চ্যাপ্টার”র নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল দিল্লিতে সংগঠনের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির ভাইস প্রেসিডেন্ট রামনাথ বিদ্রোহী এ কমিটি ঘোষণা করেন।

ইন্ডিয়া চ্যাপ্টারের নির্বাহী কমিটিতে ড. সমরেন্দ্র পাঠক কে নির্বাহী চেয়ারম্যান, অনিরুদ্ধ সুধাংশু সভাপতি, জাকারিয়া সহ-সভাপতি, সুশীল ভারতের সাধারণ সম্পাদক, চন্দ্র গৌতম কোষাধক্ষ্য, গোপাল সরমা, পীরসাদ মোস্তাক, অভি জিৎ রায়, ফারুক শাহ্ মেরী, মহেন্দ্র কুমার কে নির্বাহী সদস্য করা হয়।

বিজয় সিংহ, রামদয়াল সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।

সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট রাজু লামা, সেক্রেটারি জেনারেল আবদুর রহমান এ কমিটির অনুমোদন দেন।

বাংলাদেশের প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদসহ সাংবাদিকরা নবগঠিত ইন্ডিয়া চ্যাপ্টারের নির্বাহী কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং সার্কভুক্ত অন্যান্য দেশের কমিটির সাংবাদিকরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান।

বাংলাদেশের প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ প্রতিবেদককে জানান, খুব শীঘ্রই বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category