আল আমিন রনি, খাগড়াছড়ি প্রতিনিধি:
মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা করেছে গুইমারা থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার ৩ নং সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের সভা কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের বিট অফিসার এসআই মংছাই মারমা ও এসআই মোঃ কামরুল ইসলাম এবং সহকারি বিট অফিসার মোঃ বেলাল।
এছাড়াও সিন্দুকছড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম , সিন্দুকছড়ি বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশারসহ অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সকল ফৌজদারী অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।