মোঃ মুক্তার হোসেন, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ জিমনেসিয়ামে রাত ৮টায় জমকালো আয়োজনে শুরু হয়েছে “ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২০২৫”। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় “জে আর ব্যাডমিন্টন দল” ও “আমার ব্যাডমিন্টন দল”। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করতে স্থানীয় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা এবং বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এই জিমনেসিয়ামকে ঘিরে আমরা একটি সুস্থ ও ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই। আগামী দিনে এখানে দাবা প্রতিযোগিতা, টেবিল টেনিসসহ আরও বিভিন্ন ইন্ডোর খেলার আয়োজন করা হবে। জিমনেসিয়ামের প্রয়োজনীয় সারঞ্জাম ও অবকাঠামো উন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “এই উদ্যোগগুলো বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। আমি প্রত্যাশা করি—সকল ক্রীড়ানুরাগী, জনপ্রতিনিধি এবং স্থানীয় সচেতন মহল আমাদের পাশে থেকে এ প্রচেষ্টাকে সফল করতে সহায়তা করবেন।”
অতিথিবৃন্দও খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, ক্রীড়া চর্চা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে।
আয়োজক উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টটি চলবে একাধিক দিনব্যাপী। প্রতিদিন সন্ধ্যায় খেলা অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা।