শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

সেতাবগঞ্জ পৌর যুবদলের প্রস্তুতি সভা

Reporter Name / ৩৭ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

বোচাগঞ্জ (দিনাজপুর):

আগামী ২৪ মে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করতে সেতাবগঞ্জ পৌর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি সেতাবগঞ্জ শহরের বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সেতাবগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মনোয়ারুল ইসলাম সবুজ সরকার।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পৌর যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, যুগ্ম আহ্বায়ক নাহিদ ইসলাম, নুরুজ্জামান সরকার, নবাব আলী এবং সুমন।

সভায় নয়টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

সভাটি সঞ্চালনা করেন মশিউর রহমান, যিনি নিজের বক্তব্যে বলেন, “আমরা তারুণ্যের শক্তিতে বিশ্বাস করি। এই সমাবেশের মাধ্যমে আমরা যুবসমাজের অধিকার ও মুক্ত চিন্তার ভিত্তিতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করবো। সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

সভাপতি মনোয়ারুল ইসলাম সবুজ সরকার তাঁর বক্তব্যে বলেন, “এই সমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। তাই আমাদের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

বক্তারা আরও বলেন, তরুণ সমাজের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইকে সফল করতে সবাইকে মাঠে থাকতে হবে এবং জনগণের দৃষ্টি আকর্ষণ করতে হবে এই আন্দোলনের মূল উদ্দেশ্যের দিকে।

সভা শেষে সমাবেশ সফল করতে নেতাকর্মীদের মধ্যে দায়িত্ব বন্টন করা হয় এবং ওয়ার্ডভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category