মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ১১:২৫ অপরাহ্ন
আলতাফ হোসেন সরকার, রাজারহাট (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের মনিডাকুয়া গ্রামের পশ্চিমে বির্স্তীন এলাকা জুড়ে ফসলি জমিতে কুচুরিপানা জমে থাকায় বিপাকে পড়েছেন মনিডাকুয়া গ্রামের চাষিরা।
সরে জমিন ঘুরে দেখা গেছে সম্প্রতিক বন্যায় উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে নাজিমখান ইউনিয়নের মনিডাকুয়া গ্রামের খাউরিয়ার দোলা, রাজারহাট ইউনিয়নের চান্দামারী বিদ্যানন্দ ইউনিয়নের মনশ্বর সহ বিভিন্ন এলাকার আমন ধান তলিয়ে যায়। এসব জমিতে বন্যার পানির সঙ্গে বিভিন্ন এলাকা থেকে কুচুরিপানা এসে ফসলের উপর ভাসছে।
ভুক্তভোগীকৃষক ইছাহাক আলী, বাদশা মিয়া ও সহিদুল ইসলাম খোকন বলেন তারা অনেক চেষ্টা করেও এসব কচুরিপানা সরাতে পারছেন না। ফলে পানির নিচে থাকা ধান গাছ দ্রুত পচে যাচ্ছে।
উপজেলা কৃষি অফিসার সম্পা আক্তার বলেন কচুরিপানা অপসারনে আমাদের কোন বরাদ্দ নেই।