শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

আগুনে পুড়লো ১২ দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

Reporter Name / ১৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

সামসুজ্জামান সুমন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

রাতে দোকান বন্ধ করে বাসায় গিয়ে ঘুমিয়ে গেছি, হঠাৎ করে একজন কল দিয়ে বলল আমার দোকানে আগুন লেগেছে। বাড়ি থেকে দৌড়ি এসে দেখি দোকানে থাকা প্রায় ৩৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে কান্নাজড়িত কন্ঠে এমন কথা বলছিলেন কীটনাশক ও সার ব্যবসায়ী মাহফুজার রহমান।
মঙ্গলবার দিবাগত রাতে আগুনে উপজেলার কালিকাপুর চৌধুরী বাজার এলাকায় ১২টি দোকান পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, গতকাল রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। পরে মধ্যেরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে তা মুহুর্তের মধ্যে ছড়িয়ে যায়। পরে আশপাশের লোকজন আগুনের ধোঁয়া দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন তবে ততক্ষণে আগুনের লেলিহান চারিদিকে ছড়িয়ে পরে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সেখানে পুড়ে যাওয়ার মধ্যে মোবাইল সার্ভিসিং, কীটনাশক সার, মুদিদোকানসহ ১২ টি দোকান ছিলো। আগুনের লেলিহান শিখায় দোকানীদের সবকিছু পুড়ে ছাই গেছে।

কীটনাশক ব্যবসায়ী মাহফুজার রহমান আরও বলেন, আমার এই দোকান করে আমার ছেলে মেয়ের পড়ালেখা করাই এ দিয়ে সংসার চলে। আমি বিভিন্ন ব্যাংকে থেকে প্রায় দশ লক্ষ টাকা লোন নিয়ে এ দোকান গড়ে তুলেছি। গতকাল রাতের আগুনে আমার সবকিছু এভাবে পুড়ে যাওয়ায় আমি নিঃস্ব হয়ে গেছি। এখন আমার পরিবারের লোকজন খাবে কি আর আমি এতগুলো লোনের টাকা পরিশোধ করব কিভাবে।

মুদি দোকানি আমিনুর রহমান বলেন, গতকাল রাতে আমি দোকান পরিস্কার করে বন্ধ করে বাড়িতে চলে যাই। আমার ভাগিনা আমাকে কল দিয়ে বলল আমার দোকানের সবকিছু আগুনে লেগেছে। ঘুম থেকে উঠে এসে আমার দোকানে আগুন লেগেছে একটা ছাপ খুলতেই ফ্রিজসহ সব মালামাল পুড়ে গেছে। আমার দোকান পুড়ে যাওয়ায় আমি নিঃস্ব হয়ে গেলাম। দোকান না চললে পেটে ভাত যায় না, দোকান পুড়ে গেলো এখন কি খাব।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (স্টেশন অফিসার) মহরম আলী বলেন, গতকাল রাতে অগ্নিকান্ডে ঘটনায় ১২ টি দোকান পুড়ে গেছে। সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মৌসুমি হক বলেন, আমি শুনেছি আগুনে ১২ টি দোকান পুড়ে গেছে। সেখানের ইউনিয়ন চেয়ারম্যানের সাথে কথা বলে উপজেলা প্রশাসন থেকে সহায়তা করার সুযোগ থাকলে সেটি করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category