একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এ্যাসোসিয়েশন আত্রাই উপজেলা শাখা কমিটির নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫সেপ্টম্বর) সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সভাকক্ষে আত্রাইয়ে ইউনিয়ন পরিষদের মেম্বার এ্যাসোসিয়েশন কমিটির আয়োজনে পরিচিতি ও মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন আত্রাই ইউনিয়ন পরিষদের মেম্বার এ্যাসোসিয়েশন কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ ফৌজদার।
উক্ত পরিচিতি ও মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন নওগাঁ জেলা পরিষদের সরকার দলীয় মনোনীত সদস্য প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাইয়ে ইউনিয়ন পরিষদের মেম্বার এ্যাসোসিয়েশন কমিটির সাধারণ সম্পাদক মোঃ সামছুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজির উদ্দিন, প্রচার সম্পাদক কামরুজ্জামান শিপন, সহ- সভাপতি সাইদুর রহমান, উন্নতম সদস্য শেখ আব্দুল হাকিম সহ- সভাপতি মুসলেম উদ্দিন আহম্মেদ, মোঃ আতোয়ার রহমান, মহিলা মেম্বার শেফালী বেগম, মেম্বার নাগিস বেগম প্রমূখ।
বক্তরা বলেন আমি পদপদবি চাই না মেম্বাদের জন্য ঐক্য প্রক্রিয়ার একটি বৃহৎ সংগঠন কে গতিশীল করতে চাই, সারা বাংলাদেশের মেম্বারগন একত্রিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলার রুপকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই, প্রধান মন্ত্রীর স্বপ্ন গ্রামকে শহরে পরিনত করার পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষে, সকল অপশক্তির মোকাবিলা করে বাংলাদেশ মেম্বার এ্যাসোসিয়েশন সংগঠন টি নিযাতীত নিপীড়িত জনতার পার্শে থেকে সহযোগিতা করবে এই এ্যাসোসিয়েশন ইনশাল্লাহ।