কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ইউনিয়ন পর্যায়ে ডাসকো ফাউন্ডেশন পরিবেশ প্রকল্প কার্যক্রম বিষয়ে অবহিত করণ ও যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদ সভা কক্ষে পরিবেশ প্রকল্প ডাসকো ফাউন্ডেশন, পরিবেশ প্রকল্প ডাসকো ফাউন্ডেশন, আত্রাই উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ত করেন ডাসকো ফাউন্ডেশন পরিবেশ প্রকল্প আত্রাই নওগাঁ শাখার সমন্বয়কারী মোঃ আজিজুর রহমান।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মন্জুরুল আলম মন্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কমকর্তা এমদাদুল হক ও প্রাণী সম্পদ দপ্তর আত্রাই, এলএসপি বিপ্লব হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ প্রকল্প ডাসকো ফাউন্ডেশন, এফ এফ আরশী বানূ সহ ইউনিয়ন পরিষদ সচিব, ইউনিয়ন পরিষদের সদস্য/সদস্যা নারিক সংগঠনের সদস্য, স্থানীয় সূধীজন, শিক্ষক, সংবাদকর্মী আলোচনা সভায় অংশ গ্রহন করেন।