কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইযে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (ষোল নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দীক মোহম্মদ ইউসুফ রেজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিমক শিক্ষা অফিসার মোঃ সানাউল হাবিব।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ সায়েদুল ইসলাম, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, শিক্ষক মোঃ জহুরুল ইসলাম, মোঃ আজাহারুল ইসলাম ও শিক্ষক আমিনুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে ২০২২ সালে উপজেলার সিদ্ধান্ত মোতাবেক শ্রেষ্ঠ শিক্ষক সুদরানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম, হাতিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বানু, রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ লিটন শেখ, ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনিয়া শরীফ এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান/ বিদ্যালয় কাশিয়াবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়।